নেছারাবাদে মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি, ওজনে কম দেয়া ও পণ্যে খুচরা মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মিয়ারহাট বন্দরের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই জরিমানা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপজেলার মিয়ারহাট বন্দরে ওই অভিযানে মেডিকাস ফার্মেসীকে ১৫ হাজার টাকা, এস কে এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, জননী এন্টারপ্রাইজকে ২ হাজার ৫০০ টাকা, জামান হার্ডওয়ারকে ১ হাজার ৫০০ টাকা ও মেহেদী ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।