গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৭ জন। এরমধ্যে সদর উপজেলায় ১২, গোবিন্দগঞ্জে ৬, সুন্দরগঞ্জে ৪, পলাশবাড়ীতে ২ ও সাদুল্যাপুর উপজেলায় ৩ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৯ জন। এরমধ্যে ২৯ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১০ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।
এছাড়া জেলায় করোনায় শনাক্ত ২ হাজার ৯৫৯ জনের মধ্যে ১ হাজার ৯৬৩ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।