ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
পাইকগাছায় করোনায় আরো ২ জনের মৃত্যু
মো. মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মে মাসের পর থেকে সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা দাড়ালো ১৯ জনে। এছাড়া নতুন করে এদিন আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক জানান, গত শুক্রবার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে ২ জনের করোনার নমুনা পরীক্ষায় ২ জনেরই পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মে মাসের পর থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা, মোট র‌্যাপিড এন্টিজেন টেষ্ট ১ হাজার ২৮৬টি, মোট সনাক্ত ৭১৭ জন, দিনে সুস্থ্য হয়েছেন ১০জন, মোট সুস্থ্য ৪৬২ জন, মোট মৃত্যু ১৯ জন। আইসোলেশন ওয়ার্ডে নতুন ১ জনসহ মোট ভর্তি ১১ জন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, পাইকগাছা পৌরসভার সরল গ্রামের আহম্মেদ আলী গাজীর ছেলে আবু বকর গাজী (৪৮) বুধবার রাত ৮টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তার করোনা পজেটিভ ছিল। এদিকে চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আককাজ আলী ঢালী জানান, বাদুড়িয়া গ্রামের মৃত তালেব সানার ছেলে আব্দুল কাদের সানা (৭৫) নিজ বাড়ীতে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সকালে মৃত্যু বরণ করেন। তিনি ১০/১২ দিন যাবৎ জ্বর, কাশি, শ্বাসকষ্ট জনিত উপসর্গে ভুগছিলেন।

x