ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শ্রীপুরে ট্রাক উল্টে ২ জন নিহত
আরিফ প্রধান
গাজীপুরের শ্রীপুরে ট্রাক উল্টে চাপা পড়ে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আরেকজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এদূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে ময়মনসিংহ গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর উল্টে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মহাসড়কে দীর্ঘসময় যানযট তৈরি হয়।
মাওনা হাইওয়ে থানার (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো  উদ্ধার করা হয়েছে, ট্রাক হেফাজতে নেয়া হলেও চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
x