ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
ময়মনসিংহে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং উপসর্গ নিয়ে ৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা,মহিউদ্দিন খান মুন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটটিতে করোনায় মারা যান, ময়মনসিংহ সদরের নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), অপর্না গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), তারাকান্দার শাহিদা আক্তার (৩৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার রোকেয়া (৬০), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকলিমা খাতুন (৪৯)। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের আবদুর রশিদ (৬৫), জেসমিন রহমান (৬৩), মুক্তাগাছার মোছা. মরিয়ম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র ( ৬৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার শিল্পী আক্তার (৪০)। করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

3 responses to “ময়মনসিংহে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] There you can find 72759 additional Information to that Topic: doinikdak.com/news/37237 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/37237 […]

  3. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/37237 […]

Leave a Reply

Your email address will not be published.

x