ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
করোনা কেড়ে নিলো সিলেটে কনেস্টবল জনির প্রাণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কনস্টেবল জনি মিয়া। আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১টায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এ পুলিশ সদস্য। তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান। জানা গেছে, গত ১৩ জুলাই (মঙ্গলবার) মোটর সাইকেলযোগে জেলা পরিষদের নির্বাচন ডিউটিতে যাওয়ার সময় স্থানীয় হেলিপ্যাড এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন কনস্টেবল জনি মিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তার করোনা টেস্ট করালে পজিটিভ শনাক্ত হন তিনি। জামালপুর সদর থানার বেলবিলা গ্রামের মৃত আকরাম হোসেনের পূত্র জনি মিয়া ।

x