ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিবের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবিব(৩২) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহসান হাবিব রাঙ্গামাটি জেলার ১ নং আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনি গত ৩০ জুন থেকে স্বস্ত্রীক রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে গত ৬ জুলাই আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

মোঃ আহসান হাবিব ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।

তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

2 responses to “করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিবের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/36931 […]

  2. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/36931 […]

Leave a Reply

Your email address will not be published.

x