ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
করোনাকালে চাকরিচ্যুতঃ সহযোগিতা চেয়ে কবি মেহবুব মল্লিকের ফেইসবুক পোস্ট
হাবীব দীদার, রিপোর্টার (দৈনিক বাংলা)

কবি মেহবুব মল্লিক। চাকরি করতেন গার্মেন্টসে। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাকালীন পরিস্থিতিতে চাকরিচ্যুত হওয়ায় পরিবার নিয়ে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে সকলের সহযোগিতা চেয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন-

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। চাকরি করতাম। এই করোনাকালে চাকরিটা চলে গেছে। এখন খুব অভাবে আছি। জব করতাম গার্মেন্টসে। এখন জব পাচ্ছি না। এমনকি আমি ভূমিহীন, গৃহহীন। আমার পিতার কোনে সম্পত্তিও নেই। এমতাবস্থায় দুছেলেমেয়ে নিয়ে সংসার পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। একমাত্র ছেলে আল কোরআনের হাফেজ, তারও মাদ্রাসার বেতন বাকী প্রায় ৩০০০ টাকা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভালোবাসায় আর আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। সরকার সহ যদি কোনো সুহৃদয়বান মানুষ ঈদের আগে সামান্য হেল্প করতেন উপকৃত হতাম। আশাকরি বিষয়টি বিবেচনা করবেন।

মেহবুব মল্লিক
খুলনা সদর
ফোন ও বিকাশ নাম্বার
01929370363

x