ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
এম. মুসলিম চৌধুরী শ্রীমঙ্গল

মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তার অভিযানে দুটি প্রতিষ্টনকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় মৌলভীবাজার। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্টানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন, ভোক্তা মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ।

অভিযানে আর্মস পুলিশের একটি দল সহযোগিতা করে। বড়লেখা উপজেলার দাসের বাজার,  ফকিরের বাজার রোড, বড়লেখা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, অতিরিক্ত ওজনে প্যাকেট তৈরি করা, মিষ্টির মধ্যে তেলাপোকা পড়ে থাকা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, পোড়া তেলের মধ্যে তেলাপোকা পড়ে থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দাসের বাজারে অবস্থিত শ্রাবনী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, ফকিরের বাজার রোডে অবস্থিত শাওন মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

One response to “মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা”

  1. Betkick says:

    … [Trackback]

    […] There you can find 30408 additional Info to that Topic: doinikdak.com/news/36688 […]

Leave a Reply

Your email address will not be published.

x