ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন।

হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৬ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ ও নওগাঁর ২ জন বাসিন্দা রয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অন্যান্য দিনের থেকে কমেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৪৫ শয্যার বিপরীতে ৫০৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এ দিন হাসপাতালে করোনা সংগৃহীত নমুনায় আক্রান্তের হারও কম পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাব ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের মধ্য করোনায় আক্রান্ত পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

One response to “রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/36428 […]

Leave a Reply

Your email address will not be published.

x