ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
গলাচিপায় তৃণমূল ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরণ
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় করোনাকালীন সময়ে অসহায় হয়ে পড়া তৃণমূল ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত একশোর  অধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফোরকান করিম ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, আধা কেজি মুড়ি ও ১টি সাবান।
x