ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
খুলনা বিভাগে কমেছে মৃত্যু কিন্তু বেড়েছে শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা।  গত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনায় শনাক্ত হয়েছে।

বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে সাতজন, যশোরে পাঁচজন, মেহেরপুরে দুজন, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

গত মঙ্গলবার  বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৮ জন শনাক্ত হন।

এর আগে গত শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮২৭ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

One response to “খুলনা বিভাগে কমেছে মৃত্যু কিন্তু বেড়েছে শনাক্ত”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/36108 […]

Leave a Reply

Your email address will not be published.

x