নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা(১৮) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার(১৪) জুলাই সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী এলাকায়। নিহত গৃহবধু তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের মোঃ হাফিজুর রহমানের মেয়ে ও বিলহরিবাড়ী এলাকার মোঃ জামাল মোল্লার ছেলে সাগর আলীর স্ত্রী। তবে এ ঘটনার পর থেকে শশুড় বাড়ির লোকজন পালাতক রয়েছে। নিহত গৃহবধুর গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
নিহত গৃহবধু সুবর্ণার বাবা হাফিজুর রহমান জানান, দুই বছর আগে বিলহরিবাড়ী এলাকার জামাল মোল্লার ছেলে সাগর আলীর সাথে তার মেয়ের বিবাহ হয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে স্বামী ও তার শশুড় বাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিলো। বেশ কয়েকদিন আগেও তার মেয়ে তার বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে আর আসতে চায়নি। অনেক বুঝিয়ে শেষ বারের মত স্বামীর বাড়িতে তার মেয়েকে আবার পাঠান তিনি। আসার পর থেকেই নির্যাতিত হচ্ছিলো তার মেয়ে। হঠাৎ বুধবার(১৪) জুলাই ভোরে শশুড় বাড়ি এলাকা থেকে তাকে জানানো হয় তার মেয়ে গলায় ফাঁস নিয়েছে। শোনার পরপরই মেয়েকে দেখতে আসেন তিনি। এসে দেখেন তার মেয়ের গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে। তার জামাই সাগর আলী ও তার পরিবারের লোকজনের সহযোগিতায় মেয়ে সুবর্ণাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, নিহত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সুরতহাল রিপোর্ট আসার পর মুল ঘটনা জানাযাবে বলে তিনি জানান।
… [Trackback]
[…] Read More here to that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Here you will find 10168 more Info on that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Find More here on that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Find More on on that Topic: doinikdak.com/news/36082 […]
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/36082 […]