ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
ভারতে করোনায় ৪ লাখ ১১ হাজার ৪০৮ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতের করোনাভাইরাসে মানুষরে মৃত্যু কমছে না। প্রতিদিন হাজারও মানুষ প্রাণ হারাচ্ছেন। আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার।

বুধবার (১৪ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় সাড়ে ৭ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৭৪ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় ১৪০০। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৪০৮ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারাবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩৯ হাজার। সুস্থতার হার ৯৭ শতাংশের ওপরেই রয়েছে।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সোয়া ৪ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় দেড় হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৪৬ জন।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত ভারতে ৪৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ১৫ হাজার ৫০১ জনের।

2 responses to “ভারতে করোনায় ৪ লাখ ১১ হাজার ৪০৮ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/36045 […]

  2. … [Trackback]

    […] There you will find 48939 additional Info to that Topic: doinikdak.com/news/36045 […]

Leave a Reply

Your email address will not be published.

x