ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
বিশ্বজুড়ে আক্রান্ত আবারও বাড়ছে, একদিনে শনাক্ত প্রায় ৪ লাখ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিশ্বে একদিনে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২৪৫ জন। আর এই সময়ে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৫৪৯জন।

বিশ্বে এরই মধ্যে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার মানুষ।

একদিনে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৭৬ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জন।

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৭২০ জন। দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো ৪ লাখ ৮ হাজার ৭৯২ জন।

যুক্তরাষ্ট্রের সংক্রমণ আবার একটু বাড়তির দিকে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯০ জন আর প্রাণ হারিয়েছে ৬৮ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৬৮৯ জন আর প্রাণ হারিয়েছে ৬ লাখ ২২ হাজার ৯০০ জন।

x