ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ছে। চলমান এ মেয়াদ নতুন করে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হবে বলে জানা গেছে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কপি পাঠানো হয়েছে। আশা করি এক্সটেনশনটা (বৃদ্ধি) হয়ে যাবে।’

ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘আগের নিয়ম বলবৎ থাকবে। মিশন থেকে এনওসি লাগবে, কোভিড সনদ লাগবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।’

x