ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
ফেনীতে সস্ত্রীক করোনায় আক্রান্ত কাউন্সিলর বাহার
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীতে সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী পৌররসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফেনী হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বাহার উদ্দিন বাহার।

বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর বাহার জানান, অসুস্থ অনুভব করলে করোনা পরীক্ষার জন্য শনিবার স্ত্রী কাজী মাহমুদা ফেরদৌস, ভাই ট্যাক্সেস আইনজীবী শাহাদাত হোসেন সহ নমুনা দিয়েছেন।

রবিবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রেরিত প্রতিবেদনে তিনজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।

বাহার আরো জানান, করোনায় আক্রান্ত হলেও ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। দ্রুত সুস্থ হয়ে পুনরায় মানুষের কল্যাণে কাজ করতে পারে সে জন্য তিনি ফেনীবাসীর দোয়া কামনা করেছেন। প্রসঙ্গত: গত বছরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণসহ সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করেন কাউন্সিলর বাহার।

x