এক দশক ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার অর্থনীতি বলতে গেলে পঙ্গু হয়ে গেছে। এর মধ্যেই সরকারি কর্মকর্তা-কমচারীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে একটি সরকারি ডিক্রিও জারি করা হয়েছে। দ্রব্যমূল্য দুই থেকে চারগুণ বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার রুটির দাম বেড়ে দ্বিগুণ এবং জ্বালানি তেলের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে। একে তো গৃহযুদ্ধ, তার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে।
অর্থনীতি সবল রাখতে বারবার তেলের মূল্য বাড়াচ্ছে সরকার। গত সপ্তাহে জ্বালানি তেলের দাম এক লাফে বেড়েছে ২৫ শতাংশ।
সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকারি কর্মচারীদের ন্যুনতম বেতন প্রতিমাসে ৪৭ হাজার সিরিয়ান পাউন্ড (১৮ মার্কিন ডলার) থেকে বাড়িয়ে ৭১ হাজার ৫১৫ সিরিয়ান পাউন্ডে (২৮ মার্কন ডলারে) উন্নীত করা হয়েছে।
সরকারি কর্মচারী এবং সেনা সদস্যদের পেনশনও ৪০ শতাংশ বৃদ্ধি করেছেন।