আবুল কাশেম রুমন, সিলেট: সিলেট জুড়ে বাড়ছে করোনা সংক্রামন। কোন মহুর্তে কমছে না করোনার আক্রমন। লকডাউনের ২য় দিন মঙ্গলবার দেশে রেকর্ড সংখ্যক ৬৬ জনের মৃত্যু বরণ করেছেন। এবং একই সময়ে ৭২১৩ জন শনাক্তের দিনে সিলেটে নতুন করে ১১৭ জনের শরীরে মরণব্যধি এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে আরও ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনাক্তদের মধ্যে ৪৩ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ৭ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ জন করে রয়েছেন।