ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ১২ মন্ত্রীর পদত্যাগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দৈনিক ডাকঃ ভারতের মন্ত্রিসভা থেকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণসহ ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদলের আগেই পদত্যাগ করলেন তারা।

শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার ৪৩ সদস্য। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী রমপোখরিয়াল নিশাঙ্ক ও শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার।

এছাড়া এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, জল শক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া, পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল।

Leave a Reply

Your email address will not be published.

x