ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ১৫০
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত তিন দিনে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে মঙ্গলবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে।

গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্কে গোলাগুলির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ শহরে ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৬ জন।

এর মধ্যে গত ৪ জুলাই নিউইয়র্কেই ১২টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন হতাহত হয়েছেন। গত বছরের একই দিনে নিউইয়র্কে ৮টি গোলাগুলির ঘটনায় ৮ জন হতাহত হয়েছিলেন। নিউইয়র্কের পুলিশ বিভাগ বলছে, ২০২০ সালের এই সময়ে নিউইয়র্কে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন হতাহত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের দিন অর্থাৎ গত রোববার নিউইয়র্কে ১২টি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে ১৩ জন হতাহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে ২০২০ সালে একই সময়ে গোলাগুলির ঘটনার তুলনায় এ বছর ৪০ শতাংশ বেড়েছে। গত বছর এ সময়ে ৭৬৭ গোলাগুলির ঘটনায় ৮৮৫ জন হতাহত হয়েছিলেন। গত তিন দিনে শিকাগো শহরে গোলাগুলির ঘটনায় ৮৩ জন আহত হয়েছেন এবং ১৪ জন নিহত হয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published.

x