ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা প্রবাসীর আর্থিক সহায়তা প্রদান
হীমেল মিত্র অপু

কুড়িগ্রাম জেলার রাজারহাটে আজ (৬ জুলাই) সোমবার সকাল ১১টার সময়  রাজারহাট মডেল প্রেসক্লাবের কার্যালয়ে আমেরিকা প্রবাসী শাহিন আলমের প্রতিনিধি হাসান আল বান্না প্রেসক্লাবের অব কাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন। আমেরিকা প্রবাসী শাহিন আলম ইতিমধ্যে তার এলাকায় সুবিধাবঞ্চিত সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন । শাহিন আলম রাজারহাট মডেল প্রেসক্লাবের একজন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তার আর্থিক অনুদান রাজারহাট মডেল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

উক্ত অনুদান গ্রহণের সময়  উপস্থিত ছিলেন, রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম,কোষাধ্যক্ষ আব্দুর রউফ ও হাসান আল বান্না।

আর্থিক অনুদান প্রদানের বিষয়ে আমেরিকা প্রবাসী শাহিন আলম বলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের উন্নয়নে আমার অনুদান আগামীতেও অব্যাহত থাকবে এবং রাজারহাট মডেল প্রেসক্লাবের প্রত্যেক সদস্য সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন এই প্রত্যাশাও করি।

x