চট্টগ্রামে করোনা ভয়ংকর রূপ নিয়ে দিনে দিনে আগ্রাসী হচ্ছে। রেকর্ড ভাঙছে আগের দিনের। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫৫৯ জন।
একই দিনে করোনা কেড়ে নেওয়া ৯ প্রাণের মধ্যে নগরের ২ জন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে। আক্রান্ত ৫৫৯ জনের মধ্যে ৪৪৯ জন নগরের ও ২১৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৮৯ জনে। সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই দিন ১২টি ল্যাবে ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৯ জনের মধ্যে ৪১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২১ জনের মধ্যে ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৯ জনের মধ্যে ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৮ জনের মধ্যে ৫২ জনের করোনা শনাক্ত হয়।
এ ছাড়া ৪২১ জনের অ্যান্টিজেন টেস্টে ১২৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১০৫ জনের মধ্যে ৪৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৫ জনের মধ্যে ৪৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ জনের মধ্যে ১৯ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৪ জনের মধ্যে ১৮ চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জনের মধ্যে ৭ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮ জনের মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ ফল পাওয়া যায়।