উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান,সেবা গ্রহীতাদের জীবন বিপন্ন করে মেডিকেল এসিস্ট্যান্টরা নিজেদের ডাক্তার পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে তাদের খতিয়ার বহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের সনদ যাচাইয়ের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় এনে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবাকে সচ্ছ করার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।