ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
কালিহাতীতে মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে ডা.পরিচয় দেয়ায় ৩জনকে জরিমানা
মো.শরিফুল ইসলাম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
দৈনিক ডাকঃ কালিহাতীতে ৩জন মেডিকেল এসিস্ট্যান্টকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মেডিকেল এসিস্ট্যান্টরা সেবা গ্রহীতাদের সাথে প্রতারনা করে নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে রোববার (৪জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা উপজেলার আটাবাডীতে মোশারফ সিদ্দিকীকে ২০ হাজার,আউলিয়াবাদের আরিফুল কে ১০ হাজার এবং সাইফুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান,সেবা গ্রহীতাদের জীবন বিপন্ন করে মেডিকেল এসিস্ট্যান্টরা নিজেদের ডাক্তার পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে তাদের খতিয়ার বহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের সনদ যাচাইয়ের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় এনে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবাকে সচ্ছ করার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
x