ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
লকডাউনের চতুর্থ দিনে শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের ২০ মামলা
 এম,এ কাইয়ুম মাইজভান্ডারি

মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে আইন ভঙ্গ করার অপরাধে ২০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার(৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম সুজন ও কেয়া দেবনাথ  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট বিচারকগণ এ সময় ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানার মোট ৬ হাজার ৭শ’ টাকা আদায় করেন। এ সময় বাংলাদেশ সেনা বাহিনী, র‌্যাব, শ্রীনগর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ অফিসার,আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে শ্রীনগর থানা পুলিশের চেকপোষ্ট বহাল রয়েছে। এছাড়াও দেখা গেছে, জন সচেতনতায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করতে।

x