মুন্সীগঞ্জের শ্রীনগরে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
রবিবার(৮আগষ্ট) সকালে উপজেলা অডিটরিয়ামে অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়। শ্রীনগর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে এ বিদায়ী সংবর্ধণা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা সান্তনা রানী, যুব উন্নয়ন কর্মকর্তা বাকী বিল্লাহ, সিনিয়র মৎস কর্মকর্তা সমীর বসাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান আরা, সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরীসহ উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন।