মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রয়াত সম্রাট ইকবাল হোসেনের ২য় মৃত্যুবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ আগষ্ট) বাদ জুম্মা উপজেলার কেয়াইন মরহুমের নিজ বাড়ির বাইতুল আমান জামে মসজিদ সহ কেয়াইন ইউনিয়নের কয়েকটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ-সময় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক সেকেন্দার আলী স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল করার অনুরোধ করলে উপস্থিত সকলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সহসভাপতি মো: মোতাহার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জসিমউদদীন খোকন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,জেলা যুবদল যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন সুমন,সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি আবু তৈয়ব সনেট, আসলাম ভুইয়া,সিরাজদিখান থানা ছাত্রদলের আহ্বায়ক হিমেল মল্লিক,যুগ্ম আহ্বায়ক সাফকাত হোসাইন রকি, সহ বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।