মুন্সিগঞ্জের সিরাজদিখানে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যেই মুল চোর গ্রেফতার করে চুরি হওয়া ট্রলা উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর ট্রলার ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদী হতে চোরকে গ্রেফতার করা হয়। আসামীর দেখানো মতে তার হেফাজতে থাকা ৬০ ফিট লম্বা স্টীল বডি ট্রলারটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চোর দ্বীন ইসলাম (২৮) নারায়নগঞ্জের ফতুল্লা থানার প্রসন্ন নগর খাজা মার্কেট এলাকার মো: জলিল মিয়ার ছেলে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইমরান খান জানান বালুচর বাজার ব্রিজের নিচে থেকে ট্রলার চুরির ঘটনায় গত ৩ জুলাই ২০২১ইং সিরাজদিখান থানায় মামলা রুজু হলে অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনা মাত্র ১২ঘন্টার মধ্যেই মুল চোরকে গ্রেফতার সহ তার হেফাজতে থাকা ট্রলারটি উদ্ধার করি। আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়েছে।
উল্লেখ্য গত ৩ জুলাই ভোরে বালুচর বাজার সংলগ্ন ব্রিজের নিচ হতে একটি স্টীল বডি ট্রলার চুরি হলে ট্রলারের মালিক মো: ইদ্রিস আলী বিভিন্ন স্থানে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।