ময়মনসিংহের মুক্তাগাছায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই নগরীর রাস্তা ছিল প্রায় ফাঁকা। তবে রিক্সা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। বিনা কারণে কেউ ঘর থেকে বের হলেই জরিমানা গুনতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর জানান, দু’দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ২৩ টি মামলায় ১৪ হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর জানান, সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতসহ সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের সহযোগিতায় মোবাইল টিম মাঠে তৎপর রয়েছে।