ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
চট্টগ্রামে কমছেই না করোনায় মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নগরে ২ জন ও উপজেলায় ৪ জন রয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৭ জনে।

রোববার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ। অর্থাৎ এদিন চট্টগ্রামে করোনা টেস্টে প্রতি তিনজনের একজন আক্রান্ত হয়। আক্রান্ত ৩৬৯ জনের মধ্যে ২২৩ জন নগরের ও ১৪৬ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ১০৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবগুলোর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২৮ জনের মধ্যে ১৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৪৮ জনের মধ্যে ৬০ জন,  ৩৭৩ জনের অ্যান্টিজেন টেস্টে ১০০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৪ জনের মধ্যে ৯ জন।

এ ছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ জনের মধ্যে ১৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪০ জনের মধ্যে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬ জনের মধ্যে ‌৬ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ জনের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ফল পাওয়া যায়।

x