মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন তৃতীয় দিনে আইন ভঙ্গ করার অপরাধে ৩২ টি মামলা দিয়ে ১৫ হাজার ৯ শত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার(৩ জুলাই) উপজেলার বিভিন্ন সড়কসহ বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এ সময় কঠোর লকডাউন কার্য্যকর করতে বিধি নিষেধ অমান্য করায় ৩২ টি মামলা দিয়ে ১৫ হাজার ৯শত টাকা আর্থিক জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ সহ ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় সেনাবাহিনী, বিজিবি, শ্রীনগর থানার অফিসার ফোর্সসহ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।