ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
ভালুকায় ভ্রাম‍্যমান আদালতের ৬০ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ভ্রাম‍্যমান আদালতে এই জরিমানা করে। সাতদিনের কঠোর বিধি-নিষেধ চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ময়মনসিংহের ভালুকায় পথচারী,

মোটরসাইকেলচালক, প্রাইভেটকার-মাইক্রোচালকসহ ৬০ জনের নিকট হইতে ৫৩ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আলাদা দুটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার  ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারি করোনা পরিস্থিতিতে সাতদিনের কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন সকালে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ভালুকা সদরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ ২১ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত অপর একটি আদালত ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে ২৭ হাজার ৬শ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, করোনা পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি  জনসাধারণকে লকডাইনের বিধি-নিষেধ মেনে চলার জন‍্য বলেন।

x