ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাহাদাত হােসেন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩জুলাই) দুপুর ৩টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে কেক কেঁটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এএইচএম মান্নান মুন্নার সভাপতিত্বে এবং যায়যায়দিন প্রতিনিধি ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বাবর’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম, দৈনিক দি বাংলাদেশ টুডে’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেছবাহ উদ্দিন, দৈনিক ঢাকা প্রতিদিন’র প্রতিনিধি নাছির উদ্দিন, বাংলাদেশ বার্তা’র প্রতিনিধি শাহদাত হোসেন রাসেল, দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি শাহদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মেয়র আবদুল কাদের মির্জা কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

x