ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
কােম্পানীগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন কাদের মির্জা
শাহাদাত হােসেন কােম্পানীগঞ্জ

করোনাভাইরাস মহামারিতে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউনে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন,

গতবারের মতন ন্যায় এবারও কোম্পানীগঞ্জ উপজেলার দায়িত্বরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৪ ঘটিকায় পৌরসভা কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের এই উপহার প্রদান করা হয়।

এসময় সংবাদিকদের নিকট ৫ টি দাবি তুলে ধরে কাদের মির্জা বলেন, আমার প্রথম দাবি- গত ৬ মাসে কোম্পানীগঞ্জে যে অস্ত্রের ঝনঝনানি চলতেছে, সেই অস্ত্রে নিহত হয়েছে সাংবাদিক মুজাক্কির ও সিএনজি চালক আলা উদ্দিন, তাঁদের হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে, দ্বিতীয় দাবি- কোম্পানীগঞ্জ থেকে সকল প্রকার অস্ত্র উদ্ধার করতে হবে, সেটা যদি আমার কোনো কর্মীদের কাছেও থাকে,তা উদ্ধার করে কোম্পানীগঞ্জকে অস্ত্র মুক্ত করতে হবে, তৃতীয় দাবি- প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, চতুর্থ দাবি- কোম্পানীগঞ্জে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সকল মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে,পঞ্চম দাবি- কােম্পানীগঞ্জকে সিঙ্গাপুর বানাতে সকল প্রকার বাঁধা অতিক্রম করে কাজ করতে পারে, সেজন্য সাংবাদিকের সহযােগীতা চাই,অতিতের মতন সাংবাদিক তাঁদের কলমের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করে, কােম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠা করতে সহায়ক ভূমিকা পালন করবেন।

উপহার প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আহমদ, সাংবাদিক আনোয়ার হোসেন তোহা,প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এইচ এম মান্নান মুন্না বলেন,সাংবাদিকদের ঈদ উপহার দিয়ে যে আন্তরিকতা দেখিয়েছেন তা নজির স্থাপন করেছেন,এছাড়াও মেয়র মহদয় বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের মূল্যায়ন করেন ও সুখে- দুঃখের খােঁজ খবর রাখেন সেজন্য সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, তারই সাথে দাবি জানাই সাংবাদিক মুজাক্কির নামে কােম্পানীগঞ্জে একটি সড়কের নামকরণ করা হােক,এসময় আরােও উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাছির উদ্দীন,দৈনিক ভােরের পাতা কােম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হােসেন,সাংবাদিক মামুন,সাংবাদিক মেছবাহ,সাংবাদিক টিপু,সাংবাদিক খােকন, সাংবাদিক রহিমসহ কােম্পানীগঞ্জে সকল প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পাের্টাল প্রমুখ।

x