ময়মনসিংহে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই নগরীর রাস্তা ছিল প্রায় ফাঁকা। তবে রিকসা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। বিনা কারণে কেউ ঘর থেকে বের হলেই জরিমানা গুনতে হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, দু’দিনে জেলার বিভিন্ন এলাকায় ৭৩৪টি মামলায় পাঁচ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতসহ সেনাবাহিনীর দশটি, বিজিবির আটটি র্যাবের দুইটি ও পুলিশের ১৮টি মোবাইল টিম মাঠে তৎপর রয়েছে।