ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
গত ১ দিনে বগুড়ায় করোনায় মৃত্যু দশের কোটা ছাড়ালো
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) দুপুরে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদের মধ্যে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন ও বাকি ছয়জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ১১৬টি নমুনায় ২৫ জন ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ টি নমুনায় ১৬ জন পজিটিভ এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে চারটি নমুনায় সবার নেগেটিভ ফলাফল এসেছে।

ডেপুটি সিভিল সার্জন গত ২৪ ঘণ্টায় ৩৮০ জনের নমুনার ফলাফলে ১০০ জনের দেহে শনাক্ত হয়েছে। সদরে ৬৪ জন, শিবগঞ্জে দুইজন, সোনাতলায় ১১ জন, শাজাহানপুরে ছয়জন, আদমদীঘিতে দুইজন, দুপচাঁচিয়ায় তিনজন, কাহালুতে চারজন, ধুনটে পাঁচজন ও গাবতলীতে তিনজন করে আক্রান্ত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ৪১০ জন।

x