ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
ডেল্টা ভ্যারিয়েশনে কাদের ঝুঁকি বেশি জানা গেল গবেষণায়
অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েশন ভারতকে বিপর্যস্ত করে রেখেছিল প্রায় দুই মাস। আপাতত সংক্রমণ কমেছে দেশটিতে। এবার ডেল্টা ভ্যারিয়েশন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হওয়া ৮০ শতাংশ এই ডেল্টা ভ্যারিয়েশনের। এ কারণে সংক্রমণ ঠেকাতে সাত দিনের কঠোর লকডাউন চলছে বাংলাদেশে। শুধু তাই নয়, এই প্রজাতি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের ৯৬টি দেশে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ভবিষ্যতে ডেল্টাই সবচেয়ে মারাত্মক প্রজাতি হয়ে দাঁড়াবে।

জুন মাসে এই প্রজাতি নিয়ে এক দীর্ঘ গবেষণা চালায় স্কটল্যান্ডের এক দল গবেষক। তারা দেখেছেন ডেল্টার সংক্রমণ হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। ৮২ হাজার ৫০০ করোনা আক্রান্তদের ওপর গবেষণা চালিয়েছেন এ তথ্য প্রকাশ করেছেন তারা।

ল্যানসেট প্রত্রিকায় প্রকাশিত এই গবেষণা অনুযায়ী যে কম বয়সীদের টিকাকরণ হয়নি, তারা যথেষ্ট ঝুঁকি রয়েছে। এ ছাড়া যাদের কোনও রকম কোমর্বিডিটি রয়েছে, বা যাদের বয়স বেশি, তাদের ডেল্টা সংক্রমণের ঝুঁকিও বাকিদের তুলনায় বেশি। গবেষকরা জানান, ৮২ হাজার ৫০০ করোনা আক্রান্তদের অন্তত ৫২ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত রোগী তারা পেয়েছেন যারা কোনো ভ্যাকসিন নেননি। এ ছাড়া ২০ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী তারা পেয়েছেন যারা শুধু ভ্যাকসিনের এক ডোজ নিয়েছেন। এ ছাড়া ৭ হাজার ২০০ জন ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন। গবেষণা থেকে তারা এই বিষয়টি পরিষ্কার করেছেন, করোনার কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ২৭৮ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ১১৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৮৪ জন।

3 responses to “ডেল্টা ভ্যারিয়েশনে কাদের ঝুঁকি বেশি জানা গেল গবেষণায়”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/31475 […]

  2. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/31475 […]

  3. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/31475 […]

Leave a Reply

Your email address will not be published.

x