ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
টাঙ্গাইলে সর্বোচ্চ করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু ১৬ 
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল

প্রতিনিধি. গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ৭জন ও উপসর্গ নিয়ে ৯ জন মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তিদের মধ্যে আইসিইউ বেডে ৪ জন এবং বাকি ১২ জন জেনারেল বেডে।

এদিকে নতুন করে জেলায় ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৯২ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬৮৫জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১১৫জন। টাঙ্গাইল জেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩১, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১জন নিয়ে মোট ৫৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

One response to “টাঙ্গাইলে সর্বোচ্চ করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু ১৬ ”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/31144 […]

Leave a Reply

Your email address will not be published.

x