টাঙ্গাইলে শপিংমলও মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সমবায় সুপার মার্কেটের সামনে এ বিক্ষোভ করে ব্যবসায়ীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিক্ষোভ না করার অনুরোধ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, গেল বছরের করোনার লস এখনো কাটিয়ে উঠা যায় নি। এ বছরও যদি বৈশাখ ও ঈদের ব্যবসা না করতে পারেন তাহলে পরিবার নিয়ে না খেয়ে মৃত্যু ছাড়া উপায় থাকবে না। অনেকেই ঋণ-ধারদেনা করে টাকা এনে দোকানের মালামাল কিনেছেন। সেগুলো বিক্রি না হলে ঋণ পরিশোধ করাও সম্ভব হবে না।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ব্যবসয়ীরা জেলা প্রশাসকের সাথে আলোচনার জন্য যান.
নিউজ সোর্সঃ টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলার দাবিতে বিক্ষোভ
Leave a Reply