রংপুরের গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় আজ বুধবার (৩০ জুন) অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়ারেছ।
গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী আহসান হাবীব এর সার্বিক তত্বাবধানে এতে বক্তব্য রাখেন, কালব লিঃ এর জেলা ব্যবস্থাপক উজ্জল কুমার মিত্র, ট্রেজারার মমিনুর রহমান, ডিরেক্টর আব্দুর রউফ, আব্দুল জলিল সহ অনেকেই ।
সভায় গঙ্গাচড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।