মুক্তাগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার বার্তা সম্পদক এম ইদ্রিছ আলী।
সহ-সভাপতি পদে আবু সালেহ মোঃ মূসা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ও সদস্য পদে বজরং আগরওয়ালা, এম. মুর্শেদ আলম খান লিটন ও মনোনেশ দাস নির্বাচিত হয়েছেন।
অপরদিকে প্রতিদ্বন্দি না থাকায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক এএইচএম মাজহারুল আজাদ বুলবুল, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ নাসির উদ্দিন ফকির, প্রচার প্রকাশনা সম্পাদক অধ্যাপক মাহবুবুল আলম রতন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এএসএম রাশিদুল আলম শিমুল, সমাজ কল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসাইন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ দরাজ আলী।
উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।