ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
কােম্পানীগঞ্জে মেয়র কাদের মির্জার ত্রাণ বিতরন
শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ(নোয়াখালী)

কোম্পানীগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনদুর্ভোগ ঠেকাতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিশেষ উদ্যোগে ৪ হাজার অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯ ঘটিকার সময়লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সহযোগিতায় কোম্পানীগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সহ-সভাপতি হাসান ইমাম বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক, প্যানেল মেয়র নূর হোসেন ফরহাদ সহ কাউন্সিলর বৃন্দ।

মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, অসহায় মানুষের পাশে কেউ থাকেনা,আসলে বড় বড় ব্যবসায়ী যারা তারা ঘরে ঢুকে থাকে কেউ দুই টাকা দান অনুদান করেনা, প্রত্যেকটা সমাজের ধনী শ্রেণীর মানুষগুলো যদি গরিবদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজ থেকে অসহায় মানুষের আর্তনাদ দূর হবে।

যেকোনো দুর্যোগে মানুষের পাশে আমি অতীতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকব।

আল্লাহ পাক রব্বুল আলামীন যতদিন আমাকে হায়াত দান করে ততদিন আমি সত্য কথা বলে যাব এবং গরীব অসহায় মানুষের পক্ষে কাজ করব বলে জানান বসুরহাট পৌর মেয়র।

Leave a Reply

Your email address will not be published.

x