আজ সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে স্বীয় কর্মক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরুপ শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ প্রদান করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবদুল আলীম, পরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ; জনাব এসএএম রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব), ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ এবং বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্ম দক্ষতা, সততা ও নিষ্ঠা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ লাভ করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।