ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
ফুলবাড়ীতে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ
হেলাল উদ্দিন ফুলবাড়ী(কুড়িগ্রাম)

সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রামের ভারতীয় সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলায় তৎপর রয়েছে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদস্যরা।

সোমবার ২৮ জুন সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনেই ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা দেখা গেছে। এদিন সকাল থেকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের নেতৃত্বে  উপজেলা সদরে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর ছিল পুলিশ সদস্যরা । পাশাপাশি লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চলেছে। ঘর থেকে বের হওয়া পথচারীদের মাক্স পরিধানের কথা জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা।

লকডাউনের প্রথম দিনে পুলিশের তৎপরতায় ঔষধ, কাঁচামাল, ফলের দোকান ব্যাতিত ফুলবাড়ীতে বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। সীমিত আকারে চলছে জরুরি পণ্যবাহী যানবাহন।

লকডাউন বাস্তবায়নের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, করোনার বিস্তাররোধে  সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

One response to “ফুলবাড়ীতে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/30218 […]

Leave a Reply

Your email address will not be published.

x