ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
১ দিনে সাতক্ষীরায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৮.২৬ শতাংশ
অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় মেডিক্যাল কলেজ (সমাকে) হাসপাতালে একদিনে তিন নারীসহ আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ছয় জনসহ মোট ৫৮ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন রাজনীতিক ও একজন শিক্ষক রয়েছেন। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮.২৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৬ শতাংশ।

তিনি আরও বলেন, জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২৭ জন পজিটিভ রোগী সামেক হাসপাতালে এবং ১৭ জন পজিটিভ রোগী বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। বাকিরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

এ নিয়ে ২৭ জুন পর্যন্ত জেলার তিন হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

x