ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের সবারকরোনা উপসর্গ  ছিলো।

এ ছাড়া ১৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় আরও ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এ হিসাবে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২.৭২ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৭.০৪ শতাংশ। শুক্রবার ছিল ৩০.৩৭ শতাংশ।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জেলার সাত উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ৪৪ জন চিকিৎসাধীন।

করোনা আক্রান্ত ৮৬২ জন প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন বলে জানিয়েছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। এতদিনে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৬৬ জন। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২১ জন।

One response to “গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/29715 […]

Leave a Reply

Your email address will not be published.

x