ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
বাগেরহাটে করোনায় আরো ৩ জনের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট ঝেলায় করোনা সংক্রমণের হার প্রতিদিনই ওঠানামা করছে। কঠোর বিধিনিষেধ দিয়েও সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। সরকারী ছুটি থাকায় রেপিট এন্টিজে টেষ্ট না হওয়ায় শনিবার বাগেরহাটে কমেছে করোনা সংক্রামণ হার। খুলনার পিসি আর ল্যাবে আরও ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেহ জাসপাতালে মৃত্যু হয়েছে ৩ জনের।

আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১১ জন, মোল্লাহাটে ২ জন, রামপালে ১ জন ও চিতলমারীতে ১ জন। আক্রান্তের হার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার প্রায় ৩০ শতাংশ কমে ২০.৫৪ শতাংশ দাড়িয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৮৮২ জনে। এপর্যন্ত মারা গেছে ৭৭ জন।হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। জেলায় প্রথমে মোংলাতে সংক্রমণ বাড়তে থাকে। পরে তা আশেপাশের উপজেলাগুলোতেও ছড়াচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সংক্রমণ রোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

x