ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
খুলনায় শনাক্তের রেকর্ড, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩
অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। একদিনে এক হাজার ৩২২ জন শনাক্ত হয়েছেন। গত ১৮ জুন এ রেকর্ড ছিল এক হাজার ৩৩ ও মৃত্যু ছিল ৮ জন।

আর গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে, ২৩ জুন ৩২ জনের মৃত্যু ও শনাক্ত ছিল ৯০৩ জন, ২০ জুন ২৮ জনের মৃত্যু ও ৭৬৩ জন শনাক্ত, ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যু ও ৭৬৫ জন শনাক্ত, ১৬ জুন শনাক্ত হন ৮১৮ জন ও ১০ জন, ১৫ জুন শনাক্ত ছিল ৮০০ জন ও মৃত্যু ১৩ জন, ১৪ জুন শনাক্ত ছিল ৬১৪ জন মৃত্যু ৭ জন,১৩ জুন শনাক্ত ছিল ৬০৬ জন ও মৃত্যু ৮ জন এবং ১২ জুন শনাক্ত ছিল ৩১৯ জন ও মৃত্যু ১০ জন।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ সব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বাগেরহাট-চুয়াডাঙ্গা-নড়াইল ও সাতক্ষীরায় একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে পাঁচ জন, ঝিনাইদহে দুই জন, খুলনায় পাঁচ জন, কুষ্টিয়ায় সাত জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯-এ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩২ জন। জেলায় মোট শনাক্ত ১৪ হাজার ১৬১ জন। মারা গেছেন ২৩৩ জন। ২৪ ঘণ্টায় বাগেরহাটে শনাক্ত ৭৩ জন। মোট শনাক্ত দুই হাজার ৮৬৭ জন, মারা গেছেন ৭৪ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮ জন। মোট শনাক্ত তিন হাজার ১৭৭ জন এবং মারা গেছেন ৬৬ জন। যশোরে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭০ জন। মোট শনাক্ত ১০ হাজার ৭২০ জন, আর মারা গেছেন ১২৪ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে শনাক্ত ৩৮ জন। মোট শনাক্ত দুই হাজার ৪৬১ জন। মারা গেছেন ৩৬ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১০ জন। মোট শনাক্ত এক হাজার ৫৪০ জন। মারা গেছেন ২৫ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭৯ জন। মোট শনাক্ত তিন হাজার ৮৯০ জন। মারা গেছেন ৮০ জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় শনাক্ত ১১১ জন। মোট শনাক্ত ছয় হাজার ৯১২ জন। মারা গেছেন ১৮০ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬ জন। মোট শনাক্ত দুই হাজার ৯৫৩ জন। মারা গেছেন ৮২ জন। মেহেরপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৫ জন। মোট শনাক্ত এক হাজার ৫৪০ জন। মারা গেছেন ৩৯ জন।

x