ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
ত্রিশাল পৌরসভার বাজেট ঘোষনা
এস.এম জামাল উদ্দিন শামীম

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিতে ২০২১-২২ অর্থবছরে ৩৩ কোটি ৬৭ লাখ ৮ শত তিরানব্বই  টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে  ত্রিশাল পৌরসভার কনফারেন্সরুমে  সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ বাজেট ঘোষণা করেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ত্রিশাল উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন সরকার, ত্রিশাল পৌসভার কাউ‌ন্সিলর উসমান গ‌ণি কুসুম, রা‌শিদুল হাসান বিপ্লব, শা‌হিন মিয়া, আজহারুল ইসলাম, মে‌হেদী হাসান না‌ছিম, আলমগীর ক‌বির, মা‌নিক সাইফুল, খা‌লেদ মাহমুদ সুমন, মো. আনিছুজ্জামান বাবুল, সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর মোছা. ফাতেমা খাতুন, মোছা. শাহনাজ পারভীন, মোসা. বিউটি আক্তার (রানু) প্রমূখ। এছাড়াও উ‌ন্মুক্ত এ বা‌জেট ঘোষণায় ত্রিশাল পৌরসভার নানা শ্রেণী পেশার মানুষ উপ‌স্থিত হ‌য়ে বি‌ভিন্ন দিক‌নি‌র্দেশনা মূলক বক্তব‌্য প্রদান ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published.

x