ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি করোনা আক্রান্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে গত ২২ জুন তাঁর নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
বিএনপি নেতা আলমগীর তাজ জনি গত ৪ দিন ধরে জ্বর, ব্যথা, কাঁশি সহ বিভিন্ন উপসর্গে ভুগ ছিলেন। জেলা বিএনপি সহ সভাপতি এম মমতাজুল ইসলাম এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান (ভা:) আনোয়ারা মমতাজের জ্যেষ্ঠ সন্তান জনি। তিনি ‘মমতাজ ম্যানশন’ নামক নিজ বাসভবনে আইসোলেসনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি’র সুস্থতার জন্য তাঁর মাতা মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেন।